উইলকিন্স, স্যার চার্লস (১৭৪৯/৫০ –১৮৩৬)। ১৭৭০ খ্রী. ঈস্ট ইন্ডিয়া কোম্পানীর রাইটারের চাকরি নিয়ে ভারতে আসেন। ফারসী, বাংলা ও সংস্কৃতে বুৎপত্তি লাভ করেন এবং এইসকল ভাষায় ক্ৰমে হরফ। নির্মাণ ও মুদ্রণ শিল্পে বিশেষজ্ঞ হন। কোম্পানীর অপর কর্মচারী হ্যালহেডের ব্যাকরণ ছাপার জন্য বাংলা হরফ নির্মাণ করেন এবং হুগলীর নিজ ছাপাখানা থেকে ১৭৭৮ খ্রী. মুদ্রণ করেন। ব্যাকরণ-রচয়িতা হ্যালহেড ও মুদ্ৰাকর চার্লস একত্রে ৩০ হাজার টাকা পুরস্কার পান। ১৭৭৯ — ১৭৮৪ খ্রী. কোম্পানীর প্রেসের অধ্যক্ষ ছিলেন। বঙ্গদেশে মুদ্রণ-শিল্পের জনক’ নামে তিনি অভিহিত হন। তাঁর ভগবদগীতার অনুবাদ গ্রন্থটি ১৭৮৫ খ্ৰী. ইংল্যাণ্ডে মুদ্রিত হয়। তাঁর আরব্ধ মনুসংহিতার অনুবাদ উইলিয়ম জোনস শেষ করেন। ‘এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠায় (১৭৮৪) তার অবদান ছিল। সংস্কৃত হিতোপদেশের অনুবাদ এবং সংস্কৃতে রচিত কয়েকটি শিলালিপি ও অনুবাদ এবং সংস্কৃত রচিত কয়েকটি শিলালিপি ও তাম্রলিপির পাঠোদ্ধার করেন। কঠোর পরিশ্রমের জন্য স্বাস্থ্যের অবনতি হওয়ায় ১৭৮৫ খ্রী. স্বদেশে ফিরে যান। লণ্ডনে ইন্ডিয়া হাউস সংগ্রহশালা ও গ্রন্থাগার প্রতিষ্ঠিত হলে (১৭৯৯) তার অধ্যক্ষ নিযুক্ত হন ও আমৃত্যু সেখানে কাজ করেন। এশিয়াটিক সোসাইটির মুখপত্ৰ ‘এশিয়াটিক রিসার্চেস-এ তার অনেক মূল্যবান প্ৰবন্ধ প্ৰকাশিত হয়েছিল। অন্যান্য রচনা : ‘Compilation of Jones Manuscripts’, ‘Richardson’s Persian–Arabic–English Dictionary’, ‘A Grammar of the Sanskrit Language’, ‘Radicals of the Sanskrit Language’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর
« ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর
পরবর্তী:
উইলিয়ম কেরী »
উইলিয়ম কেরী »
Leave a Reply