ঈশানচন্দ্র রায়। দৌলতপুর–পাবনা। জমিদার বংশে জন্ম। নিকটস্থ এক বিপুল বিত্তশালী জমিদারের সঙ্গে তাঁদের পরিবারের বিবাদ উপস্থিত হলে ঐ বিবাদ ক্রমে প্রজাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। প্রজারা তাঁদের বৃদ্ধিজমা এবং বাজেজমার বিষয়ে বিদ্রোহ ঘোষণা করে। ঈশানচন্দ্র এই বিদ্রোহী দলে যোগ দিয়ে স্বীয় বুদ্ধিবলে তাদের নেতা নির্বাচিত হন। তিনি সাধারণত বিদ্রোহীদের ‘রাজা’ বলে অভিহিত হতেন। এই সময়ে রুদ্রগাথির প্রসিদ্ধ অশ্বারোহী গঙ্গাচরণ পাল বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে ঈশানচন্দ্রের মন্ত্রী নিযুক্ত হন। এই বিদ্রোহীরা প্ৰকাশ্য দিবালোকে দলবদ্ধভাবে জমিদারদের সম্পত্তি লুট করত। তৎকালীন ইংরেজ সরকার সৈন্য পাঠিয়ে বিদ্রোহীদের দমন করেন। ১৮৭২–৭৩ খ্রী. সংঘটিত এই বিদ্রোহই সিরাজগঞ্জের ‘প্রজাবিদ্রোহ’ নামে খ্যাত। ব্রিটিশ বিচারালয়ে এই বিদ্রোহীদের বিচারে ঈশানচন্দ্র মুক্তি পেলেও অন্যান্যদের তিন মাস থেকে দু’বছর পর্যন্ত কারাদণ্ড হয়।
পূর্ববর্তী:
« ঈশান নাগর
« ঈশান নাগর
পরবর্তী:
ঈশানচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
ঈশানচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply