ঈশানচন্দ্ৰ বসু (১২৫০–২৮৬-১৩১৯ বৰ্ণ)। মেদিনীপুর বিদ্যালয়ে রাজনারায়ণ বসুর প্রিয় ছাত্র ছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সহ-সম্পাদক এবং ‘তত্ত্ববোধিনী পত্রিকা’র বিশিষ্ট লেখক। বালক-বালিকাদের উপযুক্ত নীতিশিক্ষার পুস্তক-প্রণেতা। কিছুদিন ‘কায়স্থ’ পত্রিকার সম্পাদনাও করেন। রামমোহন রায়ের লুপ্তপ্রায় ইংরেজী, সংস্কৃত ও বাংলা গ্ৰন্থাবলীর সঙ্কলক ও রামচন্দ্ৰ বিদ্যাবাগীশের বক্তৃতাবলীর প্রকাশক ছিলেন। আদি ব্ৰাহ্মসমাজের সভ্য ঈশানচন্দ্ৰ হিন্দুভাব রক্ষা করে ব্ৰাহ্মধর্ম প্রচারের পক্ষপাতী ছিলেন। স্ত্রীশিক্ষায় তার উৎসাহ ছিল। ভবানীপুর বালিকা বিদ্যালয় স্থাপনে অন্যতম অগ্রণী।
পূর্ববর্তী:
« ঈশানচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
« ঈশানচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
ঈশ্বর ঘোষ »
ঈশ্বর ঘোষ »
Leave a Reply