ঈশানচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় (১০-৯-১৮১৪–১৬-৬-১৮৯৩) গুপ্তিপাড়া-হুগলী। বদনচন্দ্ৰ। এদেশে ইংরেজী শিক্ষাবিস্তারে অন্যতম অগ্রণী। ফারসী এবং ইংরেজী, ল্যাটিন, গ্ৰীক, গণিত, রসায়ন ও জ্যোতির্বিজ্ঞানে ব্যুৎপন্ন ছিলেন। ১৮৩৩ থেকে ১৮৭২ খ্রী. দীর্ঘ ৩৮ বছরের শিক্ষক-জীবনে তিনি জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউট, হাজারীবাগে উইনকিন্সন্স স্কুল, বহরমপুর কৃষ্ণনাথ কলেজ, কৃষ্ণনগর কলেজ, হুগলী কলেজ প্রভৃতি শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তবে হুগলী কলেজের প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষক ও স্থপতি হিসাবেই তিনি সমধিক প্ৰসিদ্ধ। ইংরেজী ভাষা ও সাহিত্য-বিষয়ে অধ্যাপনা করলেও ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন প্রভৃতি বিষয়েও পারদর্শিতার পরিচয় দেন। তার ছাত্রদের। মধ্যে উল্লেখযোগ্য—বঙ্কিমচন্দ্ৰ, হরেন ঘোষ, গঙ্গাচরণ সরকার, শিক্ষক ঈশ্বরচন্দ্ৰ দাস, বিচারপতি দ্বারকানাথ মিত্র, আইনশাস্ত্রবিদ সৈয়দ আমীর আলী, প্রত্নতাত্ত্বিক নন্দলাল দে, বঙ্গবাসী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গিরিশচন্দ্র বসু প্রমুখ। ইংরেজী, বাংলা ও ফারসী ভাষাতে তিনি অনেক নিবন্ধ লিখেছেন। তবে ইংরেজী রচনাতেই তার খ্যাতি সমধিক ছিল। তৎকালীন অনেক পত্র-পত্রিকায় তিনি ‘Zorian’ ছদ্মনামে প্ৰবন্ধ লিখতেন। শিক্ষক ও লেখক হিসাবে তার ভ্ৰাতা মহেশচন্দ্ৰও বিশেষ খ্যাতিমান ছিলেন।
পূর্ববর্তী:
« ঈশানচন্দ্র রায়
« ঈশানচন্দ্র রায়
পরবর্তী:
ঈশানচন্দ্ৰ বসু »
ঈশানচন্দ্ৰ বসু »
Leave a Reply