ইসা খাঁ মসনদ আলী (?–সেপ্টেম্বর ১৫৯৯) পিতা কালিদাস গজদানী জাতিতে রাজপুত ছিলেন, ইসলাম ধর্মে দীক্ষিত হবার পর নাম হয় সুলেমান খাঁ। বিষয়কর্ম উপলক্ষে তিনি অযোধ্যা প্রদেশ থেকে পূর্ববঙ্গে এসে বিবাহ করেন। এখানেই ইসা খাঁর জন্ম। ‘আকবরনামা’য় প্রসিদ্ধ ভূইয়া বলে ইসা খ্যার উল্লেখ আছে। তিনি স্বীয় ক্ষমতায় ঢাকা, ত্রিপুরা, সুসঙ্গ-ব্যতীত ময়মনসিংহ, রংপুর, পাবনা এবং বগুড়া জেলার কিয়দংশ নিয়ে রাজ্য গঠন করেন। বঙ্গের শেষ স্বাধীন আফগান সুলতান দাউদ খাঁর পরাজয়ের পর আফগানদের নেতা হিসাবে তিনি আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মোগল সেনাপতি তরসুন খাঁ তাঁর হাতে পরাজিত ও নিহত হন। ১৫৮৪ খ্রী. ঢাকা আক্রমণকারী মোগল সেনাপতিকে বঙ্গদেশ পরিত্যাগে বাধ্য করেন। ১৫৮৬ খ্রী–মোগলদের সঙ্গে সন্ধি করেন। ১৫৯৬ খ্রী. মানসিংহ ইসা খাঁর রাজ্যের অধিকাংশ অধিকার করলে তিনি পুনর্বার মোগলদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেন। মানসিংহের পুত্ৰ দুৰ্জন সিংহ ইসা খাঁর রাজধানী কাত্ৰাভু আক্রমণ করে পরাজিত ও নিহত হন। পরের বছর ইসা খাঁ আকবরের নিকট আত্মসমপণ করেন। কথিত আছে, ইসা খাঁ মানসিংহের সঙ্গে আগ্ৰায় গেলে আকবর কর্তৃক ‘দেওয়ান’ ও ‘মসনদ আলী’ উপাধিপ্ৰাপ্ত হন। তার পত্নী বিবি আলী নেয়ামত ‘সোনা বিবি’ নামে খ্যাত ছিলেন। শোনা যায়, তিনি বিখ্যাত ভূঁইয়া চাঁদ রায়ের বিধবা কন্যা।
পূর্ববর্তী:
« ইসলাম উদ্দিন
« ইসলাম উদ্দিন
পরবর্তী:
ইয়েটস, উইলিয়ম »
ইয়েটস, উইলিয়ম »
Leave a Reply