ইলা পাল চৌধুরী (১৯০৮—৯-৩-১৯৭৫) কলিকাতা। স্বামী-নদীয়ার জমিদার অমিয় পাল চৌধুরী। অল্পবয়সেই তিনি কংগ্রেসের কাজে যোগ দেন। দেশের কাজে সুভাষচন্দ্র বসুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ১৯৫৪ খ্রী. নদীয়া থেকে এক উপ-নির্বাচনে তিনি সর্বপ্রথম লোকসভার সদস্যরূপে নির্বাচিত হন এবং পরপর তিনবার সেখান থেকে জয়ী হয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করেন। প্ৰদেশ কংগ্রেসের মহিলা শাখার একজন সক্রিয় নেত্রী ছিলেন। উন্নয়নমূলক নানা সেবা প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ছিল।
পূর্ববর্তী:
« ইয়ার উদ্দীন খান
« ইয়ার উদ্দীন খান
পরবর্তী:
ইসমাইল হোসেন সিরাজী »
ইসমাইল হোসেন সিরাজী »
Leave a Reply