ইয়েটস, উইলিয়ম (১৫-১২-১৭৯৭–৩০৭–১৮৪৫) লোবরা-ইংল্যাণ্ড। ১৮১৫ খ্রী. ধর্মপ্রচারক হিসাবে শ্ৰীরামপুরে পৌঁছান ও কেরীর সাহায্যে সংস্কৃত, বাংলা, অসমীয়া, ওড়িশী প্রভৃতি ভাষা আয়ত্ত করেন। প্রায় চার বছর শ্ৰীরামপুরে বসবাসের পর কলিকাতায় এসে ব্যাপটিস্ট মিশন প্রেসে পীয়র্স ও লসেনের সাহায্যে কাজ আরম্ভ করেন। ৩৮৯-১৮১৮ খ্রী. এই প্রেস থেকে প্ৰথম মুদ্রিত গ্ৰন্থ প্রকাশিত হয়। অর্থে পার্জনের জন্য কলিকাতায় আগত ইংরেজদের শিক্ষার জন্য স্কুল খোলেন। ১৮১৭ খ্রী. ‘কলিকাতা স্কুল-বুক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়। ১৮২৪-৪৫ খ্রী. পর্যন্ত এই প্ৰতিষ্ঠানের সম্পাদক ছিলেন এবং এর জন্য বহু পুস্তক রচনা করেন। সমসাময়িক কালে তিনি অন্যতম ভারতীয় ভাষাবিদরূপে খ্যাতিলাভ করেন। ৯টি ভারতীয় ভাষা জানতেন। রচিত গ্ৰন্থ : ‘পদার্থ বিদ্যাসার’ (১৮২৫), ‘জ্যোতির্বিদ্যা’ (১৮৩৩), ‘সারসংগ্রহ’ (১৮৪৪), ‘introduction to Bengali Language’ (১৮৮৭), ‘বাইবেল’ ও ‘প্রাচীন ইতিহাসের সমুচ্চয়’ (পীয়র্সনসহ অনুবাদ)।
পূর্ববর্তী:
« ইসা খাঁ মসনদ আলী
« ইসা খাঁ মসনদ আলী
পরবর্তী:
ঈশান চন্দ্র ঘোষ »
ঈশান চন্দ্র ঘোষ »
Leave a Reply