ইব্রাহিম, জাস্টিস মুহম্মদ (১৮৯০ – ১৯৬৬) বিষ্ণুপুর-ফরিদপুর। ম্যাট্রিক পরীক্ষায় দুটি স্বর্ণপদক ও বৃত্তিলাভ করেন। প্রথম বিভাগে ল পাশ করে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকায় ওকালতি করেন। কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ছিলেন। ঢাকা হাইকোর্টের বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলার (১৯৫৬–৫৮) ও পাকিস্তানের কেন্দ্রীয় আইনমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন (১৯৫৮–৬১)।
পূর্ববর্তী:
« ইব্রাহিম শুককর শাহ
« ইব্রাহিম শুককর শাহ
পরবর্তী:
ইব্রাহীম আলী তশনা »
ইব্রাহীম আলী তশনা »
Leave a Reply