ইন্দ্রভূতি (সম্ভবত ৭ম/৮ম শতাব্দী)। উড্ডীয়ান বা ওদ্যানের রাজা ইন্দ্রভূতি ভগিনী বা কন্যার সহযোগে বাঙলা দেশে ‘বজ্রযোগিনী সাধন’ প্রবর্তন করেন। তিব্বতী-সূত্র থেকে পাওয়া তাঁর রচিত। অন্তত ২৩টি গ্রন্থের মধ্যে ‘কুরুকুল্লা-সাধন’ ও ‘জ্ঞানসিদ্ধি’র সংস্কৃত ভাষায় লিখিত মূল পুঁথি আবিষ্কৃত ও প্রকাশিত হয়েছে। আচাৰ্য অনঙ্গবীজ তার গুরু এবং তিববতের প্রসিদ্ধ বৌদ্ধগুরু পদ্মসম্ভব তাঁর পুত্র ছিলেন।
পূর্ববর্তী:
« ইন্দুমাধব সেনগুপ্ত
« ইন্দুমাধব সেনগুপ্ত
পরবর্তী:
ইন্দ্রলাল রায় »
ইন্দ্রলাল রায় »
Leave a Reply