ইন্দুমাধব সেনগুপ্ত (২২-৪-১৯২৯ – ১৩-২-১৯৮৫) পাতিলপাড়া—বর্ধমান। কবি ও ডাক্তার কালীকিঙ্কর। হেয়ার স্কুল, প্রেসিডেন্সী কলেজ ও শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন। ১৯৫০ খ্ৰী. ইলেকট্রিক্যাল। ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরে এ.এম.আই.ই হন। বিশিষ্ট ইঞ্জিনিয়ারিং সংস্থা এই আই-তে কর্মজীবন শুরু। পরে ঐ সংস্থা জি.ই.সি.-র সঙ্গে সংযুক্ত হবার পর। জি.ই.সি-তেই শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন। ছাত্রাবস্থায় অবিভক্ত কম্যুনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়ে পঞ্চাশের দশকের শেষ পর্যন্ত দলের সক্রিয় কর্মী হিসাবে কাজ করেন। সে সময়ে দলের সমসাময়িক পত্রিকায়, ‘পরিচয়’, ‘আন্তর্জাতিক প্রভৃতিতে তাঁর বহু রচনা প্রকাশিত হয়েছে। সমাজের নিচুতলার মানুষের জন্য গঠিত ‘পাতিপুকুর শিক্ষা সংসদ’-এর তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর স্ত্রী সমাজসেবিকা মালতী ছিলেন বিপ্লবী শহীদ দীনেশ গুপ্তর ভ্রাতুষ্পুত্রী। স্ত্রীর সমাজসেবামূলক সমস্ত কাজে তিনি ছিলেন তাঁর প্রধান সহায়ক। কড়ি ও কোমল সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি, বর্ণমালা প্ৰাথমিক বিদ্যালয়ের অন্যতম কর্ণধার হিসাবে। তিনি তার কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। এ ছাড়া কারুশিল্পী তথা কাটুম-কুটুম শিল্পীসৃষ্টির জন্যও তিনি স্মরণীয়।
পূর্ববর্তী:
« ইন্দুমাধব মল্লিক, ডাঃ
« ইন্দুমাধব মল্লিক, ডাঃ
পরবর্তী:
ইন্দ্রভূতি »
ইন্দ্রভূতি »
Leave a Reply