ইন্দুমতী দেবী (১৮৯০–১৯৬৬)। জন্ম মির্জাপুরে। নীলমাধব ঘটক। ইস্ট ইণ্ডিয়া কোম্পািনর দেওয়ান। মাতামহের কাছে প্ৰতিপালিত হন। বার বছর বয়সে বাঁকুড়ার চন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ হয়। ১৯০৫ খ্রী. বঙ্গভঙ্গ আন্দোলন তাকে প্রভাবিত করে। বিপ্লবীদের গোপন-সাহায্য ও আশ্রয়–দেন। লাহোর ষড়যন্ত্র মামলার আসামী হেমন্ত চট্টোপাধ্যায়। তার দেবর ছিলেন। বাঁকুড়ার স্বাধীনতা-সংগ্ৰামী গঙ্গানারায়ণ চৌবে, ব্যোমকেশ চক্রবর্তী (ভট্টাচাৰ্য), খাদু ব্যানার্জী প্রভৃতির তিনি মায়ের মত ছিলেন। স্বদেশী আমলে গান্ধীজীর আদর্শে প্রতিষ্ঠিত ‘লালবাজার বয়স্ক শিক্ষামন্দির’, ‘মাচানতলা বুনিয়াদী বিদ্যালয়’, ‘পাঠকপাড়া ব্যায়াম বিদ্যালয়’ প্রভৃতিতে প্রচুর অর্থসাহায্য করেন। তিনি তার সহযোগীদের নিয়ে বিপন্নের সেবা এবং অনাথদের শবদাহ-কাজে এগিয়ে আসতেন। পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ এবং আসাম তাঁর কর্মক্ষেত্র ছিল।
পূর্ববর্তী:
« ইন্দুমতী ঘোষ
« ইন্দুমতী ঘোষ
পরবর্তী:
ইন্দুমাধব মল্লিক, ডাঃ »
ইন্দুমাধব মল্লিক, ডাঃ »
Leave a Reply