ইন্দুভূষণ বিদ (৭-১-১৮৯৯ – ১-৯-১৯৭৯) কলিকাতা। শশিভূষণ। ১৯২৭ খ্রী. থেকে ৩০ বছর কলিকাতা পৌরসভার বিশিষ্ট পুরকর্তা ছিলেন। রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত না হলেও বিপ্লবীদের নানাভাবে সাহায্য করতেন। ১৯২৫–৫৬ খ্রী. রাজ্যসভার সদস্য ছিলেন। ‘নিঃস্ব হিতৈষিণী সভা’, ‘বৌবাজার অরফেনেজ’ এবং ‘হিন্দু সৎকার সমিতি’ প্ৰতিষ্ঠায় তার যথেষ্ট অবদান আছে। বিভিন্ন সমাজ সেব ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« ইন্দুভূষণ বসু ডাঃ, যতীন্দ্র রামানুজাচার্য
« ইন্দুভূষণ বসু ডাঃ, যতীন্দ্র রামানুজাচার্য
পরবর্তী:
ইন্দুভূষণ রায় »
ইন্দুভূষণ রায় »
Leave a Reply