ইন্দুভূষণ চট্টোপাধ্যায় (ডিসেম্বর ১৮৮৮ – ২৩-১০-১৯৭০)। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়, নাগপুর অ্যাগ্রিকালচারাল কলেজ, পুসা ইনস্টিটিউট এবং ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডেয়ারী অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যানড্রি প্রভৃতি স্থানে শিক্ষাপ্রাপ্ত হন। অবিভক্ত বাঙলার, ফিজিওলজিক্যাল কেমিস্ট ও অ্যাগ্রিকালচারাল কেমিস্টররূপে কৰ্মক্ষেত্রে প্রবেশ করেন। অল্পদিনের জন্য ভারত সরকারের সহকারী কৃষি কমিশনার ছিলেন। প্ৰায় পঞ্চাশটি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেন। হজমশক্তি পরিমাপের একটি বিশেষ পদ্ধতির উদ্ভাবক। ধান ও ধানসম্বন্ধীয় বস্তুর রাসায়নিক বিভাজন তার উল্লেখযোগ্য কীর্তি। ইম্পিরিয়্যাল কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চ ও বাঙলা সরকারের কৃষি গবেষণা বোর্ড-এর সভ্য, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কৃষি ফ্যাকাল্টি, বিজ্ঞান পরিষদ এবং সায়েন্স ক্লাবের সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« ইন্দুভূষণ চক্রবর্তী
« ইন্দুভূষণ চক্রবর্তী
Leave a Reply