ইন্দুবালা দেবী (নভেম্বর ১৮৯৮–৩০-১১, ১৯৮৪) পিতা মতিলাল ছিলেন কবি মনমোহন বসুর দ্বিতীয় পুত্র। পিতার ‘গ্রেট বেঙ্গল সার্কাস’-এ মাতা রাজবালা নানা ধরনের খেলা দেখাতেন। খ্যাতনামা গায়িকা-অভিনেত্রী। অভিনয় জীবনের শুরু সার্কাসের মেয়েদের নিয়ে তৈরী তাঁর মায়ের ‘রামবাগান ফিমেল কালী থিয়েটার’-এ। নামী ওস্তাদের কাছে সঙ্গীত শিক্ষা করেন। পরে কাজী নজরুল কাছেও দীর্ঘকাল তালিম পান। আঠার বছর বয়সে তার প্রথম গানের রেকর্ড-‘ওরে মাঝি তরী হেথায়’ এবং ‘তুমি এস হে, এস হে’। মহীশূর রাজদরবারে অনেকদিন বাধা গায়িকা হিসাবে চাকরি করেছেন। বাংলা মঞ্চের বহু নাটকেই তিনি অংশ নিয়েছিলেন। শিশিরকুমার ভাদুড়ীর সঙ্গে প্ৰথম অভিনয় করেন ‘প্রফুল্ল’ নাটকে। স্টার থিয়েটারে ‘নসীরাম’ নাটকে প্রথম দানীবাবুর সঙ্গে অভিনয় করার সুযোগ পান। চলচ্চিত্রে তার প্রথম অভিনয় যমুনা পুলিন ছবিতে (১৯৩৩)। ভাষাজ্ঞানের জন্য বাংলা, হিন্দী ছাড়া তামিল, তেলেগু এবং উর্দু ছবিতেও অভিনয় করেছেন। ভাল নাচতেও পারতেন। ১৯৭৫ খ্ৰী. সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, ১৯৭৬ খ্রী. এইচএমভি-র করেছিলেন।
পূর্ববর্তী:
« ইন্দিরা দেবী চৌধুরানী
« ইন্দিরা দেবী চৌধুরানী
পরবর্তী:
ইন্দুভূষণ চক্রবর্তী »
ইন্দুভূষণ চক্রবর্তী »
Leave a Reply