আহসানুল্লাহ, খানবাহাদুর (১৮৭৪–১৯৬৫) নলতা-খুলনা। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরবীতে এম.এ. পাশ করেন। তিনিই প্রথম মুসলিম আই.ই.এস। বঙ্গীয় শিক্ষাবিভাগের সহকারী ডাইরেক্টর (অল্পদিন অস্থায়ী ডাইরেক্টর) পদে কাজ করে ১৯২৯ খ্রীঅবসরগ্রহণ করেন। তার প্রতিষ্ঠিত জনসেবা ও ধর্মপ্রচারমূলক প্রতিষ্ঠান ‘আহসানিয়া মিশন’ সাতক্ষীরা, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, হবিগঞ্জ প্রভৃতি স্থানে শাখা বিস্তার করে কাজ করে। নলতা হাই স্কুল ও জামি মসজিদ প্রতিষ্ঠা করেন। তার স্থাপিত ‘মখদুমী লাইব্রেরী প্রাক-স্বাধীনতা যুগে ইসলামী গ্ৰন্থ প্রচারে যথেষ্ট সহায়তা করেছে। ইসলামী ইতিহাস ও ধর্মবিষয়ক প্ৰায় ৬০খানি গ্ৰন্থ রচনা করেন।
পূর্ববর্তী:
« আহসান হাবীব (কবি)
« আহসান হাবীব (কবি)
পরবর্তী:
আৰ্জমন্দ আলী চৌধুরী »
আৰ্জমন্দ আলী চৌধুরী »
Leave a Reply