আহমেদুর রহমান, জনাব (১৯৩৭—২২-৫-১৯৬৬) সরাইল-ব্ৰাহ্মণবাড়িয়া-কুমিল্লা। ১৯৫৪ খ্রী. অধুনালুপ্ত ‘মিল্লাত’-এর সহকারী সম্পাদক ছিলেন। ১৯৬০ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন। ছাত্রজীবনে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে জড়িয়ে পড়ায় ১৯৬২ খ্রী. তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বের হয়। তিনি তখন আত্মগোপন করেন। পূর্ব-পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম সংগ্ৰামী অহমেদুর কায়রোতে এক বিমান-দুর্ঘটনায় মারা যান।
পূর্ববর্তী:
« আহমদ হোসেন
« আহমদ হোসেন
পরবর্তী:
আহসান »
আহসান »
Leave a Reply