আহমদ হোসেন। ঊনবিংশ শতাব্দী। পোষলা, কীর্নাহার-বীরভূম। পল্লীকবি। মোল্লা সর্দারের হুকুমে বাংলা পড়া বেশিদূর এগোয় নি। আরবী, ফারসী, উর্দু পড়ার আগ্রহ না থাকায় মক্তবের শিক্ষাও পাননি। গানের ঝোঁক ছোটবেলা থেকেই ছিল। গোপনে এক কবিয়ালের সাকরেদি করেন কিছুদিন। আত্মীয়-স্বজনদের শাসনেএপথ ছাড়তে হয়। যে-কোন বিষয়ে গাথা, পাচালী বা ছড়া রচনার ক্ষমতা ছিল। তখন লুকিয়ে লুকিয়ে তা লিখতে থাকেন। ফলে তার অধিকাংশ রচনাই হারিয়ে গেছে। ‘ইংরেজরা করল মুকুক জয়’ শীর্ষক রচনায় তাঁর দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। এক জায়গায় লিখেছেন-’শুনহ মানহ ভাই/প্ৰেম করিতে না পারিলে মিলবে নাকো শাই’। ‘ঝড়’ তাঁর পঞ্চাশ পঙক্তির একটি গাথা এবং ‘গাই কেনা একটি রসরচনা।
পূর্ববর্তী:
« আহমদ হুসয়ন, ডাঃ
« আহমদ হুসয়ন, ডাঃ
পরবর্তী:
আহমেদুর রহমান, জনাব »
আহমেদুর রহমান, জনাব »
Leave a Reply