আশুতোষ সেন, ড. (১৯০২? – ২৪.৩.১৯৭১) লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট (১৯২৯)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমি-রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৩৭ খ্রী. ব্ৰহ্ম সরকারের আমন্ত্রণে মান্দালয়ে কৃষিসচিবের পদ গ্ৰহণ করেন। কিছুকাল পরে ও ইউরোপ যান। বীরভূম-বর্ধমানে ব্যাপক হারে অধিক ফলনশীল ধান উৎপাদন অভিযানে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« আশুতোষ শাস্ত্রী, মহামহোপাধ্যায়
« আশুতোষ শাস্ত্রী, মহামহোপাধ্যায়
পরবর্তী:
আশ্রাফুদ্দিন আহমেদ চৌধুরী, আনু মিঞা »
আশ্রাফুদ্দিন আহমেদ চৌধুরী, আনু মিঞা »
Leave a Reply