আশুতোষ ভট্টাচার্য (১৯০৯ – ১৯.৩.১৯৮৪) ঢালুয়া-ময়মনসিংহ। মুরারিমোহন। শিক্ষাবিদ ও লোকসাহিত্য-বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩২ খ্রী. বাংলা সাহিত্যে এবং পরে সংস্কৃত সাহিত্যে এম.এ পাশ করেন। ১৯৩৫-৪৭ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এরপর ৭ বছর অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়ার সহায়ক গবেষক হিসাবে কাজ করেন। ১৯৫৫ খ্রী., কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৫৯ খ্রী. পি-এইচ.ডি. উপাধি লাভ করেন। ১৯৬৭ খ্রী. রবীন্দ্ৰ অধ্যাপক এবং ১৯৭০ খ্রী. বাংলা বিভাগের প্রধান হন। ১৯৭৮ খ্রী. অবসর গ্ৰহণ করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলার লোকসাহিত্য ও সংস্কৃতি। গবেষণার জন্য তিনি ১৯৫০ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সরোজিনী বসু স্বর্ণপদক, ১৯৬১ খ্রী. শিশির স্মৃতি পুরস্কার পান এবং ১৯৬৯ খ্রী. সঙ্গীত নাটক, আকাদেমির ফেলো নির্বাচিত হন। লোকসংস্কৃতি পরিষদ, নিখিলবঙ্গ সাহিত্য-সম্মেলন ইত্যাদি বহু সম্মেলনে প্ৰতিনিধিত্ব করেন এবং আমেরিকা, রাশিয়া ও ইংলণ্ড সহ পৃথিবীর বহু দেশে লোকসাহিত্য-বিষয়ে বক্তৃতা দিয়েছেন। পুরুলিয়ার ‘ছৌ’ নৃত্যকলাকে তিনি প্রথম বিশ্বজনসমক্ষে তুলে ধরেন। রচিত গ্ৰন্থ: বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস’, ‘বাংলার থেকে আমেরিকা’ প্ৰভৃতি।
পূর্ববর্তী:
« আশুতোষ দেব, মজুমদার
« আশুতোষ দেব, মজুমদার
পরবর্তী:
আশুতোষ মুখোপাধ্যায়, স্যার, সি.এস.আই. »
আশুতোষ মুখোপাধ্যায়, স্যার, সি.এস.আই. »
Leave a Reply