আশুতোষ দেব, মজুমদার (১৮৬৭ – ১৯৪৩) পাতিহালি–হাওড়া। বি. পি. এম. প্রেসের প্রতিষ্ঠাতা এবং বাংলা, ইংরেজী ও সংস্কৃত পুস্তকের প্রকাশক বরদাপ্রসন্ন। বিখ্যাত পুস্তক-প্রকাশক ও গ্ৰন্থ-রচয়িতা। ইংরেজী ও বাংলা অভিধান এবং অর্থপুস্তকাদি রচনা করে প্রশংসা অর্জন করেন। দেব সাহিত্য কুটির, এ. টি. দেব লিমিটেড, পি. সি. মজুমদার অ্যান্ড ব্রাদার্স, বরদা টাইপ ফাউন্ড্রী, দেব লাইব্রেরী প্রভৃতি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন।
পূর্ববর্তী:
« আশুতোষ দেব (ছাতুবাবু)
« আশুতোষ দেব (ছাতুবাবু)
পরবর্তী:
আশুতোষ ভট্টাচার্য »
আশুতোষ ভট্টাচার্য »
Leave a Reply