আশুতোষ দেব (ছাতুবাবু) (১৮০৫ – ২৯-১-১৮৫৬) কলিকাতা। ক্রোড়পতি রামদুলাল দেব সরকার। প্রথম দেশীয় জুরিদের অন্যতম (১৮৩৪) এবং বৃটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম কমিটির সদস্য। ১৮২৭ শ্ৰী, স্ট্যাম্প ডিউটি লেভী করা শুরু হলে গণপ্রতিবাদে অংশগ্রহণ করেন। অনুজ লাটুবাবুসহ তিনি অ্যাডামস। প্রেস আইনেরও বিরোধিতা করেছিলেন। বেঙ্গল ল্যান্ড-হোল্ডার্স অ্যাসোসিয়েশন স্থাপনে সমান উৎসাহী ছিলেন (১৮৩৮)। রক্ষণশীল ধর্মসভার সভ্য হয়েও স্ত্রীশিক্ষায় উৎসাহী ছিলেন এবং নিজ কন্যাকে বাড়িতে বাংলা, উর্দু ও ব্ৰজবুলি শিখিয়েছিলেন। ১৮৪৯ খ্রী. ‘হিন্দু ফিমেল স্কুল’ স্থাপনে বেথুন সাহেবকে সক্রিয় সমর্থন করেন এবং এই কাজে ডাফ সাহেবকেও সাহায্য করেছিলেন। হিন্দু দাতব্য প্রতিষ্ঠানকে (১৮৪৬) দশ হাজার টাকা দান করেন। অতিথিশালা, দেবালয় এবং গঙ্গার ঘাট নির্মাণে প্রচুর অর্থব্যয় করেছেন। নিজে ভাল সেতার বাজাতেন এবং সঙ্গীত রচনাতেও পারদর্শী ছিলেন। উৎকৃষ্ট বাংলা টপ্পা গানের রচয়িতা হিসাবে খ্যাত ছিলেন। বহু অর্থব্যয়ে পণ্ডিতদের সাহায্যে পৌরাণিক গ্রন্থগুলিকে দেবনাগরী লিপির বদলে বঙ্গাক্ষরে লিপিবদ্ধ করান। তার বাসভবনে প্রতিষ্ঠিত নাট্যমঞ্চে বাংলা নাটক ‘শকুন্তলা’ প্ৰথম অভিনীত হয় (১৮৫৭)। কলিকাতার বিডন স্ট্রটস্থ ‘ছাতুবাবুর বাজার এখনও তার স্মৃতি বহন।
পূর্ববর্তী:
« আশুতোষ দাস, ডাঃ
« আশুতোষ দাস, ডাঃ
পরবর্তী:
আশুতোষ দেব, মজুমদার »
আশুতোষ দেব, মজুমদার »
Leave a Reply