আশুতোষ দাস, ডাঃ (১৮৮৮ – ৩১.৭.১৯৪১) শ্ৰীরামপুর-হুগলী। বিশিষ্ট সমাজসেবী ও বিপ্লবী নেতা। মেধাবী ছাত্র। শিক্ষক সতীশ সেনগুপ্তের প্রভাবে জাতীয়তাবোধে উদ্ধৃদ্ধ হন। কলেজে পড়ার সময় অনুশীলন দলে যোগ দিয়ে হুগলী জেলায় বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। ১৯১৪ খ্রী. মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারী পাশ করেন। প্রথম বিশ্বযুদ্ধে আই.এম.এস. হয়ে ভারত, মেসোপটেমিয়া ও আরব দেশে কাজ করেন। যুদ্ধ-শেষে সামরিক পদ ত্যাগ করে দেশে ফেরেন। হুগলীর হরিপাল অঞ্চলে ম্যালেরিয়া ও কালাজ্বরঅধূষিত এলাকায় সেবা ও চিকিৎসা আরম্ভ করেন। গ্ৰাম্য স্বাস্থ্যরক্ষায় একদল যুবককে তালিম দেন এবং ঐ অঞ্চল থেকে কালাজ্বর বিতাড়িত করেন। ১৯২২ খ্রী. উত্তরবঙ্গের বন্যাত্ৰাণে কাজ করেন। হরিপাল কল্যাণ সঙ্ঘ প্রতিষ্ঠা করেন–এবং তারকেশ্বর সত্যাগ্ৰহ পরিচালনায় সাহায্য করেন। ১৯৩০–১৯৩৪ খ্রী. আইন অমান্য আন্দোলনে যোগ দেন ও বহুবার কারাবরণ করেন। বঙ্গীয় প্রাদেশিক ও নিখিল ভারত কংগ্রেস কমিটির দীর্ঘদিনের সদস্য ও গান্ধীজীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনিই কংগ্রেস চক্ষু চিকিৎসা’ ক্যাম্পের প্ৰতিষ্ঠাতা। গ্রামে গ্রামে তার এই মহৎ কাজের সঙ্গী ছিলেন ডাঃ অনাদি ভট্টাচার্য। অবিবাহিত ছিলেন। ১৯৪১ খ্ৰী. ব্যক্তিগত সত্যাগ্ৰহ করার সময় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় তার মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« আশুতোষ তর্কভূষণ, মহামহোপাধ্যায়
« আশুতোষ তর্কভূষণ, মহামহোপাধ্যায়
পরবর্তী:
আশুতোষ দেব (ছাতুবাবু) »
আশুতোষ দেব (ছাতুবাবু) »
Leave a Reply