আশুতোষ কাব্যব্যাকরণস্মৃতিতীৰ্থ (২৯-৭-১২৭৬ – ২২-১-১৩৬৩ ব.) সাংদিয়া-খুলনা। মদনমোহন তর্কালঙ্কার। ১৩১৭/১৮ ব. বর্ধমানের মহারাজার আমন্ত্রণে সভাপণ্ডিতের পদ গ্ৰহণ করেন এবং বর্ধমান বিজয় চতুষ্পাঠীর স্মৃতিশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন। কয়েক বৎসর পর স্বদেশে ফিরে স্বগ্রামস্থ চতুষ্পাঠীতে পুনরায় অধ্যাপনা শুরু করেন। পরে ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্যে এই চতুষ্পাঠী ‘সাংদিয়া সংস্কৃত কলেজ’-এ। রূপান্তরিত হয়। বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গেও বিশেষভাবে যুক্ত ছিলেন। পূর্ববঙ্গে দীর্ঘ ৫৮ বছর অধ্যাপনার পর ১৩৬২ বা হাওড়া জেলাস্থ বালীগ্রামে নিজবাটীতে ‘আদর্শ সংস্কৃত চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা করেন। রচিত ও মুদ্রিত গ্ৰন্থাবলী : সানুবাদ নিত্যকর্ম স্মৃতি ব্যবস্থা সংগ্ৰহ (২ খণ্ড) ও ‘নব্যস্মৃতি প্রশ্নোত্তর বিবেকা (৩য় খণ্ড)।
পূর্ববর্তী:
« আশালতা সিংহ
« আশালতা সিংহ
পরবর্তী:
আশুতোষ কালী »
আশুতোষ কালী »
Leave a Reply