আশালতা সিংহ (১৯১১ – ১৫-৫-১৯৮৩)। বিহারের ভাগলপুরে জন্ম। অ্যাডভোকেট যতীন্দ্রমোহন সরকার। ১৩ বছর বয়সে বীরভূমের দুবরাজপুরের দ্বিজেন্দ্রনাথ সিংহের সঙ্গে বিবাহ হয়। সুসাহিত্যিক। সাহিত্যজীবনের আরম্ভ ও প্রতিষ্ঠা ১৬ বছর বয়সে লেখা ‘অমিতার প্রেম’ উপন্যাস দিয়ে। তার স্বাধীন নির্ভীক মননশীলতা সেই সময় থেকেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু বছর-দশেক পরেই তিনি জনসমাজ ও সাহিত্যের জগৎ থেকে সরে এসেছিলেন। তবুও এই সময়ের মধ্যেই প্রবাসী, ভারতবর্ষ, বিচিত্রা, দেশ প্রভৃতি পত্রিকায় বহু লেখা লিখেছেন, তার কুড়ি-বাইশটি উপন্যাস ও কয়েকটি ছোট গল্পের বই প্ৰকাশিত হয়েছে। সাহিত্যকৃতির জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের লীলা পুরস্কার (১৯৫১) ও বঙ্গীয় সাহিত্য পরিষদের স্বর্ণপদক লাভ করেন। সঙ্গীতের চর্চাও করতেন। পরিণত বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। নাম হয়। আশাপুরী। এ সময়ে যা রচনা করেছেন তা সবই আধ্যাত্মিক বিষয়ক বা মহাপুরুষদের জীবনালেখ্য। উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ : ‘মানসী’, ‘আবির্ভাব’, ‘ক্রন্দসী’, ‘কলেজের মেয়ে’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘বিয়ের পরে’, ‘শহরের মোহ’, ‘সমৰ্পণ’, ‘একাকী’, ‘ভুলের ফসল, ‘নতুন অধ্যায়’, ‘দুই নারী’, ‘অন্তর্যামী’, ‘মধুচন্দ্ৰিকা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« আশাপূর্ণা দেবী
« আশাপূর্ণা দেবী
পরবর্তী:
আশুতোষ কাব্যব্যাকরণস্মৃতিতীৰ্থ »
আশুতোষ কাব্যব্যাকরণস্মৃতিতীৰ্থ »
Leave a Reply