আশা দেবী আৰ্যনায়কম (১৮৯২–১৯৬৯)। পিতা বারাণসীর দর্শনের অধ্যাপক ফণিভূষণ অধিকারী। স্বামী সুপ্ৰসিদ্ধ গান্ধীবাদী ও সংগঠনকামী ই. ডবলিউ. আৰ্যনায়কম সিংহলবাসী খ্ৰীষ্টধর্মী। উভয়েই শান্তিনিকেতনের কর্মী ছিলেন। রবীন্দ্রনাথের উদ্যোগে এই বাঙ্গালী-সিংহলী বিবাহ হয়। পরে তিনি সেবাগ্রামে আশ্রমকত্রী হয়েছিলেন। গান্ধীজীর নঈ-তালিম শিক্ষা-পদ্ধতির পরিচালনা-কাজে নিযুক্ত ছিলেন এই দম্পতি। বিনোবা ভাবের গ্রামদান-ভূদানের সময় তার সহযোগী ছিলেন।
পূর্ববর্তী:
« আশা দেবী
« আশা দেবী
পরবর্তী:
আশাপূর্ণা দেবী »
আশাপূর্ণা দেবী »
Leave a Reply