আলী রাজা। ওশিখাইন-চট্টগ্রাম। যোগ, সঙ্গীত ও অধ্যাত্মিক বিষয়ে বহু গ্ৰন্থ রচনা করেছেন। ‘জ্ঞানসাগর’, ‘ধ্যানমালা’, ‘জ্ঞানকুলুপ, ষট্চক্ৰভেদ’, ‘সিরাজকুলুপ’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। এ ছাড়াও কৃষ্ণলীলা-বিষয়ক পদাবলী ও শ্যামাসঙ্গীত রচনা করেছেন। চট্টগ্রামে ‘কানু ফকির’ নামে খ্যাত ছিলেন।
পূর্ববর্তী:
« আলী মোল্লা, মৌলবী
« আলী মোল্লা, মৌলবী
পরবর্তী:
আলীবর্দী খাঁ »
আলীবর্দী খাঁ »
Leave a Reply