আলীমদ্দীন আহমেদ (মাস্টার সাহেব)। ঢাকায় হেমচন্দ্ৰ ঘোষের গুপ্ত বিপ্লবী দলের সদস্য ছিলেন। প্ৰথম বিশ্বযুদ্ধের সময় বিশিষ্ট বিপ্লবীরা ধরা পড়লেও যে অল্প কয়েকজন গোপনে সংগঠন বাঁচিয়ে রাখেন তিনি তাদের অন্যতম। ১৯২০ খ্রী. যক্ষ্মারোগে অল্প বয়সেই মারা যান।
পূর্ববর্তী:
« আলীম উদ্দীন
« আলীম উদ্দীন
পরবর্তী:
আলেকজাণ্ডার ডাফ »
আলেকজাণ্ডার ডাফ »
Leave a Reply