আলীবর্দী খাঁ (১৬৭৬ – ১০.৪.১৭৫৬) মীর্জা মহম্মদ। প্রকৃত নাম মীর্জা মহম্মদ আলী। চাকরির উদ্দেশ্যে দিল্লী থেকে বাঙলার নবাব মুর্শিদকুলি খাঁর কাছে এসে প্রত্যাখ্যাত হন। উড়িষ্যার নায়েব সুবা সুজাউদ্দিনের দরবারের পরিষদ এবং কিছুকাল পরে একটি জেলার ফৌজদার হন। ১৭২৭ খ্রী. মুর্শিদকুলির মৃত্যুর পর তিনি ও তার অগ্রজ হাজী আহমদের বুদ্ধিতে সুজাউদ্দিন বাঙলার মসনদে বসেন। খুশী হয়ে সুজাউদ্দীন তাকে ‘আলীবর্দী’ উপাধি দিয়ে রাজমহলের ফৌজদার করেন। ১৭৩৩ খ্ৰী. বিহার বাঙলার সঙ্গে যুক্ত হলে বিহারের নায়েব সুবা-পদে নিযুক্ত হন। ১৭৩৯ খ্ৰী. সুজাউদ্দীনের মৃত্যুর পর আলীবর্দী বিদ্রোহ ঘোষণা করে ১৭৪০ খ্ৰী. গিরিয়ার যুদ্ধে নবার সরফরাজকে পরাজিত করে বাঙলার মসনদে বসেন। রাজত্বকালের ৯ বছর (১৭৪২–১৭৫১) বর্গীর হাঙ্গামায় দেশের শান্তি বিঘ্নিত হলে ১৭৪৪ খ্রী. কৌশলে বর্গী সেনাপতি ভাস্কর পণ্ডিতকে নিহত করেন এবং ১৭৫১ খ্ৰী. বর্গীদের সঙ্গে সন্ধি করে দেশে শান্তি আনেন। দেশের আর্থিক উন্নতির কথা ভেবে ইউরোপীয় বণিকদের উচ্ছেদ করার চেষ্টা করেন নি, কিন্তু তাদের শাসনে রেখেছিলেন। রাজকাৰ্যে বহু হিন্দুকেও নিযুক্ত করেছিলেন। রাজনীতি ও রণনীতি উভয় ক্ষেত্রেই কৌশলী ও পারদর্শী ছিলেন। বাঙলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলা তার দৌহিত্র।
পূর্ববর্তী:
« আলী রাজা
« আলী রাজা
পরবর্তী:
আলীম উদ্দীন »
আলীম উদ্দীন »
Leave a Reply