আলতাফ হুসাইন (১৯০০-১৯৬৮) শ্ৰীহট্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে প্ৰথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করে এম.এ. পাশ করে ১৯৩৭ খ্রী. পর্যন্ত বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৩৮ খ্রী. বাঙলা সরকারের জনসংযোগ বিভাগের ডিরেক্টর ও ১৯৪৩ খ্রী. ভারত সরকারের প্রেস উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৩৪ খ্রী. থেকে ‘আইন-উল-মূলক ছদ্মনামে স্টেটসম্যান পত্রিকায় ধারাবাহিক প্ৰবন্ধ প্ৰকাশ করতেন। ১৯৪৫ খ্রী. সরকারী চাকরি ছেড়ে দিল্লী থেকে প্রকাশিত মুসলিম লীগের মুখপত্র ‘ডন’ পত্রিকার সম্পাদনা শুরু করে খ্যাতি অর্জন করেন। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ‘ডন’-এর সম্পাদক হিসাবে করাচীতে স্থায়িভাবে বসবাস করেন। পাকিস্তান সংবাদপত্র সম্পাদক সম্মেলনের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৬৫ খ্রী. আয়ুব খানের মন্ত্রিসভায় শিল্প ও প্রাকৃতিক সম্পদ দফতরের ভারপ্রাপ্ত সদস্য হওয়ায় সম্পাদনার কাজ ছেড়ে দেন। প্রেসিডেন্ট কর্তৃক তিনি ‘হেলালে কায়েদে আজম’ খেতাব লাভ করেন। সোভিয়েত রাশিয়াসহ প্রাচ্যের বহু দেশ ভ্ৰমণ করেন। রচিত গ্রন্থাবলী : আল্লামা ইকবালের ‘শেকওয়া’ ও ‘জওয়াব-ই শেকওয়া’র অনুব্দা ‘India-The Last Ten Years’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« আল মাহমুদ
« আল মাহমুদ
পরবর্তী:
আলমগীর (অভিনেতা) »
আলমগীর (অভিনেতা) »
Leave a Reply