আভা দে (?–১৯৩৮!)। ১৯৩০ খ্রী. ‘নারী সত্যাগ্ৰহ সমিতি’র সঙ্গে যুক্ত হয়ে বেআইনী শোভাযাত্রা ও সভায় যোগদান করে কারারুদ্ধ হন। ১৯৩২ খ্রী. স্বাধীনতা দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত সভা ভাঙবার জন্য একজন পুলিস ঘোড়সওয়ারের গতিরোধ করতে গিয়ে তিনি ঘোড়ার লাগাম টেনে ধরে এক মহিলাকে বাচান এবং অনেকের সঙ্গে গ্রেপ্তার হন। মুক্তি পেয়ে বিপ্লবী দলে যোগ দেন। ছাত্রী সঙ্ঘ’-র পক্ষ থেকে অনুষ্ঠিত কলিকাতা থেকে বর্ধমান পর্যন্ত সাইকেল রেসে তিনি প্ৰথম হন। বিপ্লবী কাজ করার সময় বহু বিআইনী জিনিস ও অর্থ তার কাছে গচ্ছিত থাকত। কিন্তু নিজে তিনি দারিদ্র্যের পীড়নে সকলের অজান্তে বেরিবেরি রোগে অকালে মারা যান।
পূর্ববর্তী:
« আব্বাস উদ্দীন আহমদ
« আব্বাস উদ্দীন আহমদ
পরবর্তী:
আমজাদ হোসেন »
আমজাদ হোসেন »
Leave a Reply