আব্বাস উদ্দীন আহমদ (২৭-১০-১৯০১ – ৩০-১২-১৯৫৯) বলরামপুর-কুচবিহার। জাফর আলী আহমদ। প্রখ্যাত পল্লীগীতিগায়ক। শৈশবে বলরামপুরে ও পরে কুচবিহারে এবং রাজশাহী কলেজে শিক্ষালাভ করেন। এই কণ্ঠশিল্পী কাজী নজরুলের সহায়তায় কলিকাতায় এসে গ্রামোফোন রেকর্ডে গান করেন। তার প্রথম রেকর্ড ‘কোন বিরহীর নয়নজলে বাদল ঝরে গো’। তার রেকর্ড-করা গানের সংখ্যা কমপক্ষে সাত শ’। তিনি ভাওয়াইয়া, ভাটিয়ালী প্রভৃতি গানই বেশি রেকর্ড করেছেন। শহুরে জীবনে লোকগীতিকে জনপ্রিয় করার কৃতিত্ব তারই প্ৰাপ্য। বাঙলার মুসলমানসমাজকে উদ্দীপ্ত করেছিলেন ইসলামী গান গেয়ে। পল্লীগীতির সংগ্ৰাহক কানাইলাল শীলের কাছে কৃতজ্ঞ ছিলেন। ক্লাসিকাল গান শিখেছিলেন ওস্তাদ জমীরুদ্দীন খাঁর কাছে। পিয়ারু কাওয়ালের ট্রেনিং-এ ৮খানি উর্দু গানও রেকর্ড করেছিলেন। ৪টি মাত্র ছবিতে অংশ নিয়েছিলেন। দেশবিভাগের পর ঢাকায় চলে যান। কলিকাতায় থাকতে বাঙলা সরকারের কৃষি দপ্তরে ও পরে রেকর্ডিং একসপার্ট-এর পদে কাজ করতেন। ১৯৫৫ খ্রী. ফিলিপিনে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়া সঙ্গীত সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। ১৯৫৬ খ্রী. জ্যেষ্ঠপুত্ৰ মোস্তাফা কামালসহ জার্মানীতে আন্তর্জাতিক লোকসঙ্গীত কাউন্সিলের অধিবেশনে অংশ নেন। ১৯৫৭ খ্রী. প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনে রেজুন যান। রচিত গ্ৰন্থ : ‘আমার শিল্পী জীবনের কথা’। সুগায়িকা ফেরদৌসি রহমান তার কন্যা।
পূর্ববর্তী:
« আব্দুস সালাম
« আব্দুস সালাম
পরবর্তী:
আভা দে »
আভা দে »
Leave a Reply