আবু হোসেন সরকার (১৮৯৪–১৯৬৯) রংপুর। ছাত্রাবস্থায় স্বদেশী আন্দোলনে যুক্ত থাকায় ১৯১১ খ্রী. গ্রেপ্তার হন। ১৯১৫ খ্রী. প্ৰবেশিকা ও পরে বি-এল–পাশ করে রংপুরে ওকালতি শুরু করলেও কংগ্রেসের জাতীয় আন্দোলনে ব্যস্ত থাকেন। কয়েকবার কারাবরণ করেন। কংগ্রেসের সঙ্গে মতবিরোধ হওয়ায় ১৯৩৫ খ্ৰী. ফজলুল হকের সহকর্মী হিসাবে কৃষক প্ৰজা পার্টির নেতা হন এবং ১৯৩৬ খ্রী. ঐ পার্টির টিকিটে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। পাকিস্তান প্রতিষ্ঠিত হলে তিনি পূর্ব-পাকিস্তানের রাজনীতিতে যোগ দেন। ১৯৫৪ খ্রী. প্রাদেশিক নির্বাচনে তিনি ফজলুল হক, মওলানা ভাসানী ও সুহরাওয়াদীর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলীয় যুক্তফ্রন্টের টিকিটে প্রাদেশিক আইন সভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৫ খ্রী. অল্পদিনের জন্য পাকিস্তান কেন্দ্রীয় সরকারের অন্যতম মন্ত্রী এবং জুন ১৯৫৫–আগস্ট ১৯৫৬ খ্ৰী. পূর্ব-পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের অন্যতম নেতা (১৯৬৭)।
পূর্ববর্তী:
« আবু সয়ীদ আইয়ুব
« আবু সয়ীদ আইয়ুব
পরবর্তী:
আবুবকর সিদ্দীক, মওলানা »
আবুবকর সিদ্দীক, মওলানা »
Leave a Reply