আবুল হুসেন (১২৬৯ ব–?) বাগনান-হুগলী। কলিকাতা মাদ্রাসায় ‘শিক্ষা শেষ করে বিলাত ও পরে ইউরোপ থেকে আমেরিকা যান। সেখানে চিকিৎসাবিদ্যায় এম.ডি. উপাধি পান। গ্ৰন্থকার হিসাবেই তিনি বিশেষ পরিচিত। নিজ উদ্ভাবিত হোসেনী-ছন্দো ‘স্বৰ্গারোহণ’, ‘যমজ ভগিনী’, ‘জীবন্ত পুতুল’ প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন।
আবুল হুসেন (৬৮১-১৮৯৭–১৫-১০-১৯৩৮) কাউরিয়া-যশোহর। অর্থবিদ্যায় এম.এ ও বি-এল–পাশ করে প্রথমে কলিকাতায় হেয়ার স্কুলে ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও বাণিজ্য বিভাগে লেকচারার ও মুসলিম হলের হাউস টিউটররূপে কাজ করেন। ১৯৩১ খ্রী. মাস্টার অব ল’ ডিগ্ৰী লাভ করে কলিকাতা বার-এ যোগ দেন। বাঙালী মুসলমানদের মধ্যে তিনিই প্রথম এই ডিগ্ৰী পান। রচিত গ্রন্থাবলী : ‘বাঙালী মুসলমানের শিক্ষাসমস্যা’, ‘বাঙলার নদীসমস্যা’, ‘বাঙলার বলশী, ‘শতকরা পয়তাল্লিশের জের’, ‘সুদ-রিবা ও রেওয়াজ, ‘নিষেধের বিড়ম্বনা’, ‘Helots of Bengal’, ‘Religion of Helots of Bengal’, ‘Development of Muslim Law in British India’। বহু পত্র-পত্রিকার পৃষ্ঠপোষক ছিলেন। ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও বাঙলার বিধানসভা কর্তৃক গৃহীত ওয়াকফ আইনের মূল খসড়ার রচয়িতা।
Leave a Reply