আবুল ফজল আবদুল করিম, মৌলবী খন্দকার (? — ১৯৪৬) সেহরাতৈল-টাঙ্গাইল। সম্পূর্ণ কোরান শরীফ বাংলায় (মূল আরবীসহ) অনুবাদ এবং আমপারার কাব্যানুবাদ করেন। প্রথমে টাঙ্গাইল বিন্দুবাসিনী হাই স্কুলের হেড মৌলবী ও পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাপাখানায় আরবী ও ফারসীর প্রুফ-রীডার হন অবসর-গ্রহণের পর কলিকাতায় ‘দারুল ইশারাত’ নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান স্থাপনে করেন।
Leave a Reply