আবুল ফজল (১.৭.১৯০৩–১৯৮৩) চট্টগ্রাম। গল্প, উপন্যাস, প্ৰবন্ধ মিলিয়ে বাংলায় বহু বই লিখেছেন। মননশীলতার চর্চা, তথ্য ও যুক্তির বিচার করে। সার গ্রহণের উদ্দেশ্যে ১৯২৬ খ্রী. ঢাকায় গঠিত মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এই সমিতির প্রকাশিত সংকলন-গ্রন্থের নাম অনুসারে এই গোষ্ঠী ‘শিখা’ গোষ্ঠী নামে পরিচিত হয়েছিল এবং গোষ্ঠীর আন্দোলনের নাম হয়ে দাঁড়িয়েছিল বুদ্ধির মুক্তি আন্দোলন।’ চট্টগ্রামে স্কুল-শিক্ষকরূপে, পরে কৃষ্ণনগর সরকারী কলেজে, এবং দেশবিভাগের পর পূর্ব-পাকিস্তানে চলে গিয়ে অধ্যাপনা-কাজে যুক্ত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরে সরকারের মুখ্য শিক্ষা উপদেষ্টা হয়েছিলেন। ‘সমকালীন চিন্তা’। তার রচনা সংকলন। ‘চৌচির’, ‘ সাহসিকা’, ‘প্ৰদীপ ও পতঙ্গ’, ‘জীবন রথের যাত্রী’, ‘রাঙ্গা প্রভাত’ ও ‘পরিবর্তন’ তাঁর রচিত উপন্যাস। অন্যান্য রচনা ‘মাটির পৃথিবী’, ‘বিচিত্র কথা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« আবুল ফজল
« আবুল ফজল
পরবর্তী:
আবুল ফজল আবদুল করিম, মৌলবী খন্দকার »
আবুল ফজল আবদুল করিম, মৌলবী খন্দকার »
Leave a Reply