আবুবকর সিদ্দীক, মওলানা (১২৫৩–১৩৪৫ ব.) ফুরফুরা-হুগলী। হুগলী মাদ্রাসায় উচ্চশিক্ষালাভ। কলিকাতার বিখ্যাত সাধক সুকী ফতেহ আলীর স্নেহভাজন ছিলেন। ইসলাম প্রচার, মুসলিম সমাজ থেকে অনাচার ও কুসংস্কার দূরীকরণ ও ইসলামবিরোধী আক্রমণ-প্ৰতিরোধকার্যে আত্মনিয়োগ করেন। বিশিষ্ট বক্তা ও লেখক হিসাবে সুপরিচিত হন। ‘সুন্নাত আল জামাত’, ‘হানাকী’, ‘শরিয়তে এসলাম’, ‘হেদায়াৎ’, ‘নেদায়ে ইসলাম’ প্রভৃতি মুসলিম বাঙলার পুনর্জাগরণের অগ্রদূতরূপী বিভিন্ন পত্র-পত্রিকার পৃষ্ঠপোষকতা করেন। অনেকগুলি শিক্ষা-প্রতিষ্ঠানের স্থাপয়িতা।
পূর্ববর্তী:
« আবু হোসেন সরকার
« আবু হোসেন সরকার
পরবর্তী:
আবুল ফজল »
আবুল ফজল »
Leave a Reply