আবদুল্লাহেল বাঁকী, মওলানা মোহাম্মদ (১৮৮৬/৯০–১৯৫২)। সুলতানপুর-চট্টগ্রাম। পিতা মওলানা আবদুল হাদী (১৮৪১–১৯০৬) কোরান, হাদীস, ফিকহ প্রভৃতি শাস্ত্ৰে সুপণ্ডিত ছিলেন। মাতা উন্মে সালামও ধর্মপরায়ণা ছিলেন। ধর্মমতের জন্য পিতা স্বগ্রাম ছেড়ে দিনাজপুরের বস্তিআড়া গ্রামে স্থায়িভাবে বাস করতে থাকেন। মোহাম্মদ বাকী প্ৰথমে রংপুরের এক মাদ্রাসায় পড়েন, পরে উত্তর ভারতের কানপুরে জামিউল উলুম নামে মাদ্রাসায় ভর্তি হয়ে আরবী সাহিত্য, ইতিহাস ও হাদীস-শাস্ত্ৰে বুৎপত্তি লাভ করেন। কুড়ি বছর বয়সে পিতার মৃত্যুর পর তিনি তাঁর স্থলে উত্তরবঙ্গস্থ জামা-আতে আহলে হাদীসের দায়িত্ব গ্ৰহণ করেন। দেশের শিক্ষিত সমাজের জন্য গঠিত তদানীন্তন মুসলিম প্রতিষ্ঠান ‘আনজুমান-ই উলামা-ই-বাংলা’র সংগঠনে তিনি একজন প্ৰধান উদ্যোক্তা ছিলেন। খিলাফত এবং অসহযোগ আন্দোলনেও সক্রিয় অংশ গ্ৰহণ করেন। আইন অমান্য আন্দোলনে গ্রেপ্তার হন (১৯৩০)। ১৯৩২ খ্রী. ১৪৪ ধারা ভঙ্গ করে কারাবরণ করেন। পরে তিনি ফজলুল হক গঠিত প্ৰজা আন্দোলনে যোগ দেন (১৯৩৩) এবং ভারতীয় কেন্দ্রীয় ব্যবস্থা পরিষদের সদস্য নিযুক্ত হন (১৯৩৪)। পাকিস্তান আন্দোলন জোরদার হলে মুসলিম লীগে যোগ দেন (১৯৪৩)। অবিভক্ত বাঙলার ব্যবস্থা পরিষদের সদস্য (১৯৪৬) এবং পাকিস্তান প্রতিষ্ঠার পর, পূর্ব-পাকিস্তান মুসলিম লীগের সহ-সভাপতি ও পরে সভাপতি ছিলেন। তিনি একই সঙ্গে পূর্বপাকিস্তান প্রাদেশিক ব্যবস্থা পরিষদ, পাকিস্তান। গণ-পরিষদ ও কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সদস্য মনোনীত হয়েছিলেন। ‘পীরের ধ্যান’ নামে এক পুস্তিকা এবং কোরান, হাদীস ও ইসলামী ইতিহাস সম্পর্কে বহু প্ৰবন্ধ রচনা করেন।
পূর্ববর্তী:
« আবদুল্লাহেল কাফী, মওলানা মোহাম্মদ
« আবদুল্লাহেল কাফী, মওলানা মোহাম্মদ
পরবর্তী:
আবদুল্লাহ্ গাজীপুরী »
আবদুল্লাহ্ গাজীপুরী »
Leave a Reply