আবদুল হামিদ খান ইউসুফজায়ী (১৮৪৫—১৯১০?) চাড়ান-ময়মনসিংহ। এই কবির রচিত কাব্যগ্ৰন্থ ‘উদাসী’ (১৯০০) তিনটি কাহিনীকাব্যের সঙ্কলন (উদাসী, কিরণপ্রভা ও অরুণভাতি)। ইনি এবং মীর মশাররফ হোসেন একই সময়ে ময়মনসিংহ দেলদুয়ার এস্টেটের দুই অংশের ম্যানেজার ছিলেন। ‘আহমদী’ নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করেন। মীর মশাররফ হোসেনের ‘গাজী মিয়াঁর বস্তানী’ ইনি একটি প্রধান চরিত্ররূপে অঙ্কিত হয়েছেন।
পূর্ববর্তী:
« আবদুল হাকিম (মধ্যযুগের কবি)
« আবদুল হাকিম (মধ্যযুগের কবি)
পরবর্তী:
আবদুল হামিদ খান ভাসানী, মৌলানা »
আবদুল হামিদ খান ভাসানী, মৌলানা »
Leave a Reply