আবদুল হাই, মুহম্মদ (১৯১৯—৩.৬.১৯৬৯) মরিচা-মুর্শিদাবাদ। মুসলমান ছাত্রদের মধ্যে তিনিই সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্সে প্ৰথম শ্রেণীতে উত্তীর্ণ হন (১৯৪১)। প্ৰথম শ্রেণীর এম.এ. ছিলেন। ১৯৫২ খ্রী. লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে ধ্বনিবিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে এম.এ. পাশ করেন। থিসিসের বিষয় fo ‘A Nasals and Nasalization in Bengali’। বাংলা ভাষাবিজ্ঞান, বিশেষত ধবনিতত্ত্ব সম্পর্কে তার অবদান উল্লেখযোগ্য। দেশবিভাগের পূর্ব পর্যন্ত কৃষ্ণনগর সরকারী কলেজে বাংলার অধ্যাপক ছিলেন। ১৯৪৭ খ্রী-র পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন। পরে তিনি ঐ বিভাগের অধ্যক্ষ-পদে উন্নীত হয়েছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’, ‘Traditional Culture in East Pakistan’ (ড. শহীদুল্লাহ সহযোগে)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘সাহিত্য পত্রিকার প্রকাশন ও সম্পাদনা তার অন্যতম কীর্তি।
পূর্ববর্তী:
« আবদুল সোভান
« আবদুল সোভান
পরবর্তী:
আবদুল হাকিম »
আবদুল হাকিম »
Leave a Reply