আবদুল সোভান। ১৮৫৭ খ্রী. সিপাহী বিদ্রোহের সময় ফরিদপুর জেলায় ফেরাজী নায়ক আবদুল সোভান খাজনা হ্রাসের দাবিতে ইংরেজ সরকারের বিরুদ্ধে রাজদ্রোহাত্মক কার্যকলাপে অংশগ্রহণ করেছিলেন। আবদুল ওয়াহাব-সৃষ্ট কৃষক আন্দোলন সরকারী দমননীতির ফলে স্তিমিত হয়। বাঙলাদেশে ওয়াহাবী আন্দোলনের সমর্থকদের ‘ফেরাজী’ নামে অভিহিত করা হত। ফরিদপুর এবং বাখরগঞ্জ অঞ্চলে অনেক পরেও এই আন্দোলন মাঝে মাঝে দেখা দিয়েছে। আমীর খাঁ এমনি এক কৃষক আন্দোলনের নেতা ছিলেন।
পূর্ববর্তী:
« আবদুল সামাদ
« আবদুল সামাদ
পরবর্তী:
আবদুল হাই, মুহম্মদ »
আবদুল হাই, মুহম্মদ »
Leave a Reply