আবদুল সামাদ (১৮৯১-৩-২-১৯৬৫)। বর্ধমান। পূৰ্ণিয়ায় জন্ম। প্রখ্যাত ফুটবল খেলোয়াড়। খালি পায়ে খেলতেন। তাকে ফুটবলের যাদুকর বলা হত। এরিয়ান্স-এর দুঃখীরাম মজুমদারের কাছে শিক্ষা। এরিয়ান্স থেকে তাজহাট ক্লাবে ও পরেই বি, রেল ক্লাবে যোগ দিয়ে অনেক দিন ঐ দলে খেলেন। ইউরোপীয়দের সঙ্গে খেলায় তার দল হেরে গেলেও বহুবার তিনি বেস্ট প্লেয়ার হিসাবে পুরস্কার পেয়েছেন। মোহনবাগান দলে এবং পরবর্তী কালে মহমেডান স্পোটিং ক্লাবেও খেলেছেন। দেশবিভাগের পর পূর্ববঙ্গে চলে যান।। ১৯৫৭ খ্রী. রেলের চাকরি থেকে অবসর নেন। পূর্ব-পাকিস্তানে ফুটবলের কোচ ছিলেন এবং প্রেসিডেন্ট-পদক লাভ করেন। দিনাজপুরের পার্বতীপুরে তাঁর নিজের বাড়িতে মৃত্যু।
পূর্ববর্তী:
« আবদুল লতিফ, নবাব, খানবাহাদুর, সি.আই.ই.
« আবদুল লতিফ, নবাব, খানবাহাদুর, সি.আই.ই.
পরবর্তী:
আবদুল সোভান »
আবদুল সোভান »
Leave a Reply