আবদুল লতিফ, নবাব, খানবাহাদুর, সি.আই.ই. (১৮২৮–১০৯৭-১৮৯৩) রাজাপুর-ফরিদপুর। কাজী তাঁর মোহাম্মদ। ইসলাম ইতিহাসের বিখ্যাত খালিদ বীন য়াহীদের বংশধর। কলিকাতা মাদ্রাসায় শিক্ষা শেষ তাঁর অ্যাংলো-অ্যারাবিক অধ্যাপকররূপে কাজ করেন। ১৮৪৯ খ্রী. ডেপুটি ম্যাজিস্ট্রেট, ১৮৫২ খ্রী. ম্যাজিষ্ট্রেট ও ১৮৫৩ খ্রী. বাঙলা-বিহার-উডিষ্যার জাস্টিস অফ দি পীস নিযুক্ত হন। সরকারী কর্মচারী হলেও নীলকর সাহেবদের অত্যাচার বিষয়ে তিনিই প্ৰথম আলোকপাত করেন (১৮৫৩)। কলাবোয়ারে কর্মরত ডেপুটি ম্যাজিষ্ট্রেট থাকাকালে নীলকরদের বিরুদ্ধে দাঁড়িয়ে রায়তদের পক্ষাবলম্বন করেছিলেন। ১৮৮৪ খ্ৰী অবসরগ্রহণের আগে ভারতীয় কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ পদ ও বেতনের অধিকারী হন। ১৮৬২ খ্ৰী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার তিনিই প্রথম মুসলমান সভ্য। ১৮৬৩ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন এবং মহামেডান লিটারারী সোসাইটি স্থাপন করেন। মুসলমানদের মধ্যে শিক্ষাপ্রসারে সচেষ্ট ছিলেন। ১৮৭০ খ্রী. ওয়াহাবী আন্দোলনের সময় সরকারকে সাহায্য করেন। তুরস্ক ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে তুকীদের সাহায্যকল্পে একটি সভা আহ্বান করেন (১৮৭৬) এবং তুর্কীর সুলতানকে সাহায্যদানের জন্য মহারাণীর কাছে আবেদন জানান। সুলতান তাকে সম্মানজনক উপাধি দিয়েছিলেন। ১৮৮৫ খ্রী. ভূপালের অস্থায়ী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
পূর্ববর্তী:
« আবদুল মোমিন
« আবদুল মোমিন
পরবর্তী:
আবদুল সামাদ »
আবদুল সামাদ »
Leave a Reply