আবদুল মোমিন (১৯০৬ – ৩০.১০.১৯৮৩) মেহেরপুর-নদীয়া। শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। বিশের দশক থেকে হাওড়া ও কলিকাতার শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনে আত্মনিয়োগ করেন। ১৯২৯ খ্রী. চটকল ধর্মঘটের অন্যতম সংগঠক। ১৯৩০ শ্ৰী, গাড়োয়ান ধর্মঘটে তিনি অন্যতম প্ৰধান নেতা ছিলেন। ফলে অন্য নেতাদের সঙ্গে সশ্রম কারাদণ্ড ভোগ রন। ১৯৩১ খ্ৰী. কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ৯৩৮ খ্ৰী. বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের সম্পাদক হন। চল্লিশের দশকে মধ্যবিত্ত কর্মচারী সংগঠন ঢ় তোলার অন্যতম উদ্যোক্তা ছিলেন। ১৯৪৫ খ্রী. পিটিইউসি-র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন কারাবাস করেছেন।
পূর্ববর্তী:
« আবদুল জব্বার, শেখ
« আবদুল জব্বার, শেখ
পরবর্তী:
আবদুল লতিফ, নবাব, খানবাহাদুর, সি.আই.ই. »
আবদুল লতিফ, নবাব, খানবাহাদুর, সি.আই.ই. »
Leave a Reply