আবদুল জব্বার, নবাব, খানবাহাদুর, সি.আই.ই. (১৮৩৭–১৯১৮) পাহাড়হাটি-বর্ধমান।–গোলাম আসগর জাহেদী। তৎকালীন উচ্চপদ প্ৰধান সদর আমীন রূপে সাঁওতাল বিদ্রোহীদের (১৮৫৫) ব্যাপারে। সরকারপক্ষকে নানা পরামর্শ দিয়ে সাহায্য করেন। ১৮৭৬ খ্রী. প্ৰথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট ও ১৮৮৪ খ্রী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হন। ১৮৯৫ খ্রী. মক্কায় তীর্থ করতে যান। ১৮৯৭ খ্রী. থেকে পাঁচ বছর ভূপালের প্রধান মন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন। কলিকাতায় বাসকালে মুসলমান সম্প্রদায়ের সকল কাজেই উৎসাহ দেখাতেন। ৩-১২-১৯০৯ খ্রী. টাউন হলে অনুষ্ঠিত রাজনৈতিক সভায় সভাপতিরূপে তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপর অত্যাচারের প্রতিবাদ করেন। রক্ষণশীল মুসলমান ছিলেন। মুসলমান মেয়েদের ধর্মশিক্ষার জন্য তিনি দুটি উর্দু পুস্তিকা ও বাংলা ভাষায় ‘ইসলাম ধর্ম পরিচয়’ গ্রন্থ রচনা করেন। পুত্র আবদুল মুমিম বঙ্গীয় প্রাদেশিক সিভিল সার্ভিসের প্রথম মুসলমান বিভাগীয় কমিশনার।
পূর্ববর্তী:
« আবদুল জব্বার
« আবদুল জব্বার
পরবর্তী:
আবদুল জব্বার, শেখ »
আবদুল জব্বার, শেখ »
Leave a Reply