আবদুল গফুর সিদ্দিকী (১৮৭৫–১৯৬১) খাসপুর-চব্বিশ পরগনা। পুঁথি-সাহিত্য এবং পুরাতত্ত্ব বিষয়ে তার আলোচনা এবং গবেষণামূলক প্ৰবন্ধাবলী বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য। তার রচিত ‘বিষাদ সিন্ধুর ঐতিহাসিক পটভূমি’ গ্রন্থটি পাকিস্তান স্থাপনের কিছুকালমধ্যে প্রকাশিত হয়। ‘তিতুমীর’ তাঁর অপর এক গ্রন্থ। পৈতৃকসূত্রে কলিকাতায় একটি পুঁথিপ্রকাশনীর মালিক ছিলেন এবং সেখান থেকে বহু দোভাষী পুঁথি প্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« আবদুল কাদির (কবি)
« আবদুল কাদির (কবি)
পরবর্তী:
আবদুল গফুর, কাজী »
আবদুল গফুর, কাজী »
Leave a Reply