আবদুল করিম, মৌলবী। শ্ৰীহট্ট। সিলেটী নাগরী লিপির সংস্কারক। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইউরোপ ঘুরে এসে তিনি সিলেটী নাগরী বর্ণমালাকে কিছুটা সংশোধন করেন এবং ইসলামিয়া প্রেস নামে একটি ছাপাখানা বসান। শ্ৰীহট্টের এই ছাপাখানা ও সারদা প্রেস থেকেই সিলেটী নাগরীতে বাংলা বই ছাপা হত। এই লিপির ব্যবহার সিলেটের মুসলমান সমাজে, ময়মনসিংহের কিশোরগঞ্জে, ত্রিপুরার ব্ৰাহ্মণবাড়িয়ায় এবং কাছাড়ে বেশি ছিল।
পূর্ববর্তী:
« আবদুল করিম, মৌলবী
« আবদুল করিম, মৌলবী
পরবর্তী:
আবদুল করিম, সাহিত্যবিশারদ »
আবদুল করিম, সাহিত্যবিশারদ »
Leave a Reply