আবদুল করিম, মৌলবী (১৮৬৩–১৯৪৩) শ্ৰীহট্ট। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে অনার্সসহ বি.এ. পাশ করে (১৮৮৬) কিছুদিন কলিকাতায় আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। পরে স্কুলসমূহের সহকারী ইনস্পেক্টর ও পরে বিভাগীয় ইনস্পেক্টর হন। বাঙালী মুসলমানদের মধ্যে তিনি অন্যতম প্রথম স্কুলপাঠ্য-পুস্তক রচয়িতা। তাঁর লেখা ‘ভারতবর্ষে মুসলমান রাজত্বের ইতিবৃত্ত’ (১৮৯৮) বহুদিন প্রচলিত ছিল। তিনি শ্ৰীহট্ট ছাত্ৰ সম্মেলনে (১৯১৯), কলিকাতা প্রেসিডেন্সী মুসলিম লীগ সম্মেলনে (১৯৩০), সুরমা উপত্যক রাষ্ট্রীয় সমিতিতে (১৯২০) ও কলিকাতায় নিখিল ভারত মুসলিম লীগ কনফারেন্সের অভ্যর্থনা কমিটিতে (১৯২৮) সভাপতিত্ব করেন। কাউন্সিল অব স্টেটে বাঙলার অন্যতম প্ৰতিনিধি ছিলেন। দরিদ্র ও মেধাবী ছাত্রদের বৃত্তি দিতেন। মুসলমানদের শিক্ষার জন্য ৫০ হাজার টাকার দুটি বাড়ি দান করেন।
পূর্ববর্তী:
« আবদুল করিম
« আবদুল করিম
পরবর্তী:
আবদুল করিম, মৌলবী »
আবদুল করিম, মৌলবী »
Leave a Reply