আবদুল ওদুদ, কাজী (২৪-৪-১৮৯৪ – ১৯-৫-১৯৭০) বাগমারা-ফরিদপুর। সগীরুদ্দিন। বিশের দশকে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ এবং ‘শিখা’ পত্রিকাকে কেন্দ্র করে সংঘটিত বুদ্ধিমুক্তি আন্দোলনের তিনি প্রধান ছিলেন। বৃত্তি নিয়ে প্রবেশিকা পাশ করে কলিকাতায় আসেন। প্রেসিডেন্সী কলেজ থেকে বি. এ. ও কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ. পাশ করে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে ১৯২০ খ্রী. যোগ দেন। ২০ বছর শিক্ষকতার পর বাংলা সরকারের টেক্সট বুক কমিটির সম্পাদক হয়ে কলিকাতায় বসবাস শুরু করেন। দেশ বিভাগের পর তিনি ভারতেই থেকে যান। ১৯৫১ খ্রী. অবসর গ্ৰহণ করে পড়াশুনায় মনোনিবেশ করেন। ২৫ খানি গ্রন্থের তিনি রচয়িতা। শাস্ত্রবচনের অন্ধ অনুকরণের তিনি বিরোধিতা করেছেন বার বার। তার উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘কবিগুরু গ্যেটে’, ‘শাশ্বত বঙ্গ’, ‘বাঙলার জাগরণ’, ‘পথ ও বিপথ’, ‘Modernism of Poet Tagore’, ‘Creative Bengal’ প্রভৃতি। কোরানের দুই খণ্ড অনুবাদ, হজরত মহম্মদের জীবনী ও ‘ব্যবহারিক শব্দকোষ’ তিনি প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« আবদুল আহাদ (বিজ্ঞানী)
« আবদুল আহাদ (বিজ্ঞানী)
পরবর্তী:
আবদুল ওহাব »
আবদুল ওহাব »
Leave a Reply