আবদুল আলী, নওয়াবজাদা, এ.এফ.এম. (১৮৮৩ – ১৯৪৭) কলিকাতা। নওয়াব আবদুল লতিফ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে ডেপুটি ম্যাজিষ্ট্রেট হন (১৯০৬)। ঐতিহাসিক ও গবেষণামূলক রচনার জন্য সাহিত্যিক হিসাবে তিনি খ্যাতি লাভ করেন। ‘Bengal Past and Present’ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯২১ খ্রী. ভারত সরকারের রেকর্ড-কীপার নিযুক্ত হন। ১৯৩৮ খ্রী. সরকারী চাকরি থেকে অবসর-গ্ৰহণ করেন। বিভিন্ন সময়ে ইম্পিরিয়াল লাইব্রেরীর লাইব্রেরিয়ান্দের কাজ করেছেন। ইণ্ডিয়ান মিউজিয়ামের ট্রাস্টী বোর্ড ও ইণ্ডিয়ান হিস্টরিক্যাল রেকর্ডস কমিশনের সেক্রেটারী ছিলেন। রোটারি ক্লাবের তিনিই প্ৰথম ভারতীয় সভাপতি। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও তার অধিকার-সম্পর্কিত বাদানুবাদে তিনি বলেছিলেন, ‘পূর্ব বাঙলার মুসলমানগণ বিনীতভাবে বঙ্গভঙ্গ রহিত আইন মানিয়া লইয়াছে। ইহার পুরস্কারস্বরূপ ঢাকায় বিশ্ববিদ্যালয়ের একটি পকেট সংস্করণ স্থাপন করা হইতেছে।…দরিদ্র মুসলমান সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নাগালের বাহিরে এই আবাসিক বিশ্ববিদ্যালয় একটি বিলাস মাত্র।’
পূর্ববর্তী:
« আবদুর রেজ্জাক খান
« আবদুর রেজ্জাক খান
পরবর্তী:
আবদুল আহাদ (গীতিকার) »
আবদুল আহাদ (গীতিকার) »
Leave a Reply