আবদুর রহিম, স্যার (সেপ্টেম্বর ১৮৬৭-১৫৭৮-১৯৫২) মেদিনীপুর। আবদুর রব। বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পরীক্ষায় ইংরেজীতে প্ৰথম স্থান অধিকার করেছিলেন। ১৮৯০ খ্রী. বিলাতে ব্যারিষ্টারি পরিক্ষা পাশ করে দেশে ফিরে হাইকোর্টে ব্যবহারজীবী হিসাবে প্রতিষ্ঠিত হন। ১৯০০-১৯০৩ খ্রী. কলিকাতার প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেট। ১৯০৭ খ্রী. ঠাকুর আইন অধ্যাপকরূপে মুসলমানী ব্যবহারশাস্ত্ৰ-সম্পর্কে যে বক্তৃতা করেন তা পরে ‘প্রিন্সিপলস অফ মহম্মেডান জুরিসপ্রুডেনস অ্যাকর্ডিং টু দি সুন্নী অব ল’ নামে প্রকাশিত হয়। ১৯০৮ খ্রী. মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এবং ১৯১০ ও ৯২০ খ্রী. দুবার প্রধান বিচারপতি হন। ১৯২১-১৯২৫ শ্ৰী বাঙলার এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য, ১৯২৬ খ্রী. বঙ্গীয় আইন পরিষদের ও ১৯৩০ খ্রী. কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য, ১৯৩৩-১৯৩৪ খ্রী. বিরোধী দলের, ১৯৩৫-১৯৪৫ খ্রী. কেন্দ্রীয় আইন পরিষদের সভাপতি ও বিলাতে অনুষ্ঠিত জয়েন্ট পার্লামেন্টারি কনফারেন্সে (১৯৩৫) ভারতীয় প্রতিনিধি দলের নেতা ছিলেন। মুসলিম লীগ প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ উৎসাহী ও স্বতন্ত্র নির্বাচনের পক্ষপাতী ছিলেন। লীগের গঠনতন্ত্র রচনায় তার সক্রিয় ভূমিকা ছিল।
পূর্ববর্তী:
« আবদুর রহমান খাঁ, খানবাহাদুর, আল-হাজ্জ
« আবদুর রহমান খাঁ, খানবাহাদুর, আল-হাজ্জ
পরবর্তী:
আবদুর রহীম খান লাহুরী »
আবদুর রহীম খান লাহুরী »
Leave a Reply